বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩১
The Daily Post

নোয়াখালীতে অবৈধ পলিথিন কারখানাকে  জরিমানা 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে অবৈধ পলিথিন কারখানাকে  জরিমানা 

নোয়াখালী বেগমগঞ্জ  উপজেলার বিসিক শিল্প নগরীতে নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী কারখানা তানিশা প্যাকেজিংয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৬৮ কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়। নিষিদ্ধ পলিথিন উৎপাদন করার অপরাধে নগদ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

গত সোমবার নোয়াখালী পরিবেশ অধিদপ্তর ও বেগমগঞ্জ উপজেলা প্রশাসন যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করে। অভিযানে মোবাইল কোট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মুরাদ ইসলাম। 

এসময় আরও উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিহির লাল সর্দার, সহকারী পরিচালক নূর হাসান সজীব, পরিদর্শক মিলন হোসেন ও বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। উপপরিচালক মিহির লাল সর্দার বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী নিষিদ্ধ অবৈধ পলিথিন ও কারখানার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

টিএইচ